Image Source: Pexels, Pixabay

দাঁত- সৌন্দর্যের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। প্রয়োজন সুস্থতার জন্যও

Image Source: Pexels, Pixabay

দাঁত ও মাড়ি ভাল রাখতে গেলে নিয়মিত যত্ন নিতে হয়

Image Source: Pexels, Pixabay

দিনে অন্তত ২বার ব্রাশ করতে বলেন বিশেষজ্ঞরা

Image Source: Pexels, Pixabay

নরম টুথব্রাশ ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা

Image Source: Pexels, Pixabay

দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার ব্রাশের মাধ্যমে বেরোয় না। তাই ফ্লসিং গুরুত্বপূর্ণ

পর্যাপ্ত জল খাওয়ার সঙ্গেও যোগ রয়েছে দাঁতের স্বাস্থ্যের

Image Source: Pexels, Pixabay

জলের অভাব হলে মুখগহ্বরে লালা নিঃসরণ কমে যায়, যা দাঁতে ব্যাকটেরিয়া বাড়তে সাহায্য করে

Image Source: Pexels, Pixabay

ধূমপান, তামাকজাত দ্রব্য চিবোলে দাঁতের মারাত্মক ক্ষতি হয়। মাড়ির সংক্রমণও বাড়ে

Image Source: Pexels, Pixabay

ক্যালশিয়াম সমৃদ্ধ খাবার ডায়েটে রাখতে হবে, যাতে শরীর পর্যাপ্ত ক্যালশিয়াম পায়।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতির জন্য চিকিৎসকের সঙ্গে কথা বলুন