Image Source: PTI

কম হোক বা বেশি, নুন ছাড়া রান্না অসম্ভব।

Image Source: PTI

Iodized Salt-নামটা বারবার শোনা যায়, আদতে সেটা কী?

Image Source: PTI

সাধারণ লবণে সোডিয়াম আয়োডাইট বা পটাশিয়াম আয়োডাইট মিশিয়ে দেওয়া হয়

Image Source: PTI

এটা মেশালেও কিন্তু স্বাদের কোনও পার্থক্য হয় না। কেন মেশানো হয়?

Image Source: PTI

অত্যন্ত কম মাত্রায় লাগলেও, শরীরের জন্য অত্যাবশ্যক আয়োডিন।

Image Source: PTI

আয়োডিনের অভাবে থাইরয়েড গ্ল্যান্ড হরমোন নিঃসরণ করতে পারে না

Image Source: PTI

থাইরয়েড মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। যা সরাসরি দেহের ওজনের সম্পর্কিত।

Image Source: PTI

গর্ভাবস্থায় আয়োডিন অত্যন্ত প্রয়োজন। শিশুর মানসিক বিকাশের জন্য প্রয়োজন।

Image Source: PTI

শরীরে আয়োডিন ভারসাম্য রাখতে Iodized Salt ব্যবহার করার কথা বলা হয়।

Image Source: PTI

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন