Image Source: Pexels

বাচ্চাদের রোজ স্কুলে টিফিন দেওয়ার মায়েদের জন্য যথেষ্ট ঝক্কির ব্যাপার।

Image Source: Pexels

নিত্যনতুন মুখরোচক পদ বানাতে গিয়ে বাড়ির লোকেদের মুশকিল বেড়েই চলে।

Image Source: Pexels

কোন পাত্রে খাবার দেওয়া হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে জল প্লাস্টিকের বোতলে একেবারেই খাওয়া উচিত নয়।

Image Source: Pexels

টিফিন নেওয়ার জন্য কাচের পাত্র ব্যবহার করা সবচেয়ে ভাল। আর জল নিন পেতল বা স্টিলের বোতলে।

Image Source: Pexels

বাড়িতে কেক বা স্মুদি বানিয়ে নিয়ে বাইরে বেরোলে ব্যবহার করতে পারেন কাচের জার।

Image Source: Pexels

এমনকি রান্নাঘরে মশলাপাতি থেকে শুধু করে অনেক উপকরণই খুব ভাল থাকে কাচের পাত্রে।

Image Source: Pexels

অনেকে ব্যাগে ড্রাই ফ্রুটস রাখেন। এগুলোও কাচের বয়াম বা জারে রাখলে ভাল থাকবে।

Image Source: Pexels

বাচ্চাদের টিফিন দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে টিফিন বক্স এবং জলের বোতল কী দিয়ে তৈরি তা ভাল করে দেখে নিন।

Image Source: Pexels

যদি সম্ভব হয় খাবার গরম করে খাবেন। সরাসরি ফ্রিজের ঠান্ডা খাবার খাওয়া খুবই অস্বাস্থ্যকর।

Image Source: Pexels

টিফিন বক্স এবং জলের বোতলের ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার অবিলম্বে ত্যাগ করুন।