Image Source: Pexels

চা-পানের নেশা অনেকের ক্ষেত্রেই এমন হারে থাকে যে ভারী খাবারের পরেও চা খেতে চান তাঁরা।

Image Source: Pexels

জমিয়ে পেটপুজো করার পর বেশ কিছু চা-পান করা যায়, যেগুলো স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট উপকারী।

Image Source: Pexels

এই তালিকায় কোন কোন ধরনের চা রয়েছে তা জেনে নেওয়া প্রয়োজন।

Image Source: Pexels

জোয়ান মেশানো চা খেতে পারেন ভারী খাবারের পরে। এর সাহায্যে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায়।

Image Source: Pexels

তুলসী পাতা দিয়ে চা ফুটিয়ে খেলেও উপকার পাওয়া যায়। শরীরে সমস্ত দূষিত পদার্থ এর সাহায্যে বেরিয়ে যায়।

Image Source: Pexels

আদা মেশানো চায়ের গুণাগুণ কারও অজানা নয়। ভারী খাবারের পর এই চা পান করা যেতেই পারে।

Image Source: Pexels

পিপারমেন্ট টি- ভিটামিন সি সমৃদ্ধ এই চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হজমের সমস্যা কমায়। ইনফেকশন থেকে দূরে রাখে।

Image Source: Pexels

চায়ের সঙ্গে লেবু, মধু আর আদা মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া সম্ভব।

Image Source: Pexels

সর্দি-কাশি হলে গলায় আরাম দেয় এই পানীয়।

Image Source: Pexels

এর পাশাপাশি হজম শক্তি ভাল রাখতেও সাহায্য করে এই চা।