Image Source: Pexels, Pixabay

প্রতিদিন চা খান অনেকে। সকাল-বিকেল চা খাওয়ার অভ্যাস থাকে অনেকেরই।

Image Source: Pexels, Pixabay

বিশেষজ্ঞরা বলছেন এই অভ্যাসে আদতে স্বাস্থ্যের জন্য ভাল।

Image Source: Pexels, Pixabay

দিনে অন্তত ২ কাপ বা তার বেশি চা খেলে আয়ু বাড়ে।

Image Source: Pexels, Pixabay

অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন নামের একটি জার্নালের একটি গবেষণাপত্র বলছে এমন কথা।

Image Source: Pexels, Pixabay

গবেষকরা জানাচ্ছেন, চা খাওয়ার অভ্যাস থাকলে কার্ডিওভাস্কুলার ডিজিজের ঝুঁকি কমে যায়।

Image Source: Pexels, Pixabay

কমে যা ইস্কিমিক হার্ট ডিজিজ বা স্ট্রোকের কারণে মৃত্যুর ঝুঁকিও।

Image Source: Pexels, Pixabay

বলা হয়েছে, দুধ এবং চিনি যোগ করলেও চায়ের উপকারিতা কমে যায় না।

Image Source: Pexels, Pixabay

যদিও এক্ষেত্রে চায়ের পরিমাণ, কোন ধরনের চা বেশি খাওয়া উচিত, তা উত্তর দেওয়া হয়নি।

Image Source: Pexels, Pixabay

বিশেষজ্ঞরা বলছেন, আরও বড় আকারে, অন্য জনগোষ্ঠীর মধ্য়ে এই সমীক্ষা চালালে এই তথ্যের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।