Image Source: Pexels

কাজের জন্য নির্ভর করতেই হয় ল্যাপটপ বা ডেস্কটপের উপর। শেষ মুহূর্তে তাতে সমস্যা হলে বিপুল ঝক্কি।

Image Source: Pexels

বেশিরভাগ ক্ষেত্রে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করে থাকি আমরা।

Image Source: Pexels

সেগুলি কর্মক্ষমতা ঠিক রাখতে আমরা আগে থেকেই বেশ কিছু পদক্ষেপ করতে পারি, যাতে প্রয়োজনের সময় স্লো না হয়ে যায়।

Image Source: Pexels

কম্পিউটার চালুর সময়, নিজে থেকেই কিছু অ্যাপ চালু হয়ে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। সেগুলি অকারণে সিস্টেমের গতি কমায়।

Image Source: Pexels

উইন্ডোজ ১০-এর ক্ষেত্রে, সেটিংসে গিয়ে 'অ্যাপ' অপশন ক্লিক করে 'স্টার্ট আপ' অপশনে যেতে হবে, সেখানে বন্ধ করার অপশন মিলবে।

Image Source: Pexels

এমন সময় অনেক অ্যাপ থাকে, যা কাজে লাগে না, সেগুলি অকারণে জায়গা নেয় এবং সিস্টেম স্লো করে।

Image Source: Pexels

সেটিংসে গিয়ে 'অ্যাপ' অপশন ক্লিক করে, 'অ্যাপ অ্যান্ড ফিচার' অপশনে যেতে হবে। সেখানে নিয়ে সেগুলি আনইনস্টল করা যায়।

Image Source: Pexels

কম্পিউটারের কার্যক্ষমতা ঠিক রাখতে নিয়ম মেনে সিস্টেম আপডেট করাতে হবে।

Image Source: Pexels

হার্ড ডিস্ক ভারী হয়ে গেলেও স্লো হয়ে যায় কম্পিউটার। টেম্পোরারি ফাইল, অপ্রয়োজনীয় তথ্য সরিয়ে ফেলতে হবে হার্ড ডিস্ক থেকে।

Image Source: Pexels

সেটিংসে গিয়ে 'স্টোরেজ সেটিংস' খুলতে হবে। সেখানে 'লোকাল ডিস্ক' অপশনের মধ্যে টেম্পোরারি ফাইল ডিলিটের অপশন মিলবে।