কাজের জন্য নির্ভর করতেই হয় ল্যাপটপ বা ডেস্কটপের উপর। শেষ মুহূর্তে তাতে সমস্যা হলে বিপুল ঝক্কি। বেশিরভাগ ক্ষেত্রে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করে থাকি আমরা। সেগুলি কর্মক্ষমতা ঠিক রাখতে আমরা আগে থেকেই বেশ কিছু পদক্ষেপ করতে পারি, যাতে প্রয়োজনের সময় স্লো না হয়ে যায়। কম্পিউটার চালুর সময়, নিজে থেকেই কিছু অ্যাপ চালু হয়ে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। সেগুলি অকারণে সিস্টেমের গতি কমায়। উইন্ডোজ ১০-এর ক্ষেত্রে, সেটিংসে গিয়ে 'অ্যাপ' অপশন ক্লিক করে 'স্টার্ট আপ' অপশনে যেতে হবে, সেখানে বন্ধ করার অপশন মিলবে। এমন সময় অনেক অ্যাপ থাকে, যা কাজে লাগে না, সেগুলি অকারণে জায়গা নেয় এবং সিস্টেম স্লো করে। সেটিংসে গিয়ে 'অ্যাপ' অপশন ক্লিক করে, 'অ্যাপ অ্যান্ড ফিচার' অপশনে যেতে হবে। সেখানে নিয়ে সেগুলি আনইনস্টল করা যায়। কম্পিউটারের কার্যক্ষমতা ঠিক রাখতে নিয়ম মেনে সিস্টেম আপডেট করাতে হবে। হার্ড ডিস্ক ভারী হয়ে গেলেও স্লো হয়ে যায় কম্পিউটার। টেম্পোরারি ফাইল, অপ্রয়োজনীয় তথ্য সরিয়ে ফেলতে হবে হার্ড ডিস্ক থেকে। সেটিংসে গিয়ে 'স্টোরেজ সেটিংস' খুলতে হবে। সেখানে 'লোকাল ডিস্ক' অপশনের মধ্যে টেম্পোরারি ফাইল ডিলিটের অপশন মিলবে।