রান্না কারও প্যাশন, কাউকে আবার বাধ্য হয়ে করতে হয়

কারণ যাই হোক, রান্না করা যথেষ্ট সময়সাপেক্ষ।

সময় বাঁচাতে তাই রান্না নিয়ে ছোটখাটো কিছু টিপস জেনে রাখা ভাল

এমন কিছু কিছু টিপস রয়েছে যা অনেকটাই সহজ করে দেয় আপাত কঠিন কোনও কাজ

পেঁয়াজ ভেজে বাদামি রং আনতে সময় লাগে, সামান্য নুন বা চিনি মেশালেই ঝটপট হয়ে যাবে

বরবটি কাটা বেশ মুশকিল। একসঙ্গে নিয়ে দু প্রান্তে রাবার ব্যান্ড বেঁধে নিন, দ্রুত হবে কাজ

দুধ ফোটার সময় সামান্য ভুলচুক হলেই উথলে পড়ে। কাঠের হাতা আড়াআড়ি রাখুন পাত্রের উপর

ছোলা ফোটানোর সময় একটি টি ব্যাগ ফেলে দিন পাত্রে, দেখতেই দারুণ হবে

শুকনো ফল ভাল রাখতে কাচের জার বেছে নিন, তবে সেটা এয়ারটাইট হতে হবে।

এই পরামর্শগুলো মেনে চললেই সময় বাঁচবে রান্নায়