পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সেজে উঠছে শহরের মণ্ডপ। বাদ যায়নি হাজরা পার্কের দুর্গাপুজোও। তবে এ বছরটা তাদের জন্য কিছুটা আলাদা, ৮০ বছরে পা দিল দুর্গোৎসব। সেই উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি মণ্ডপসজ্জা তথা সার্বিক থিমের ভাবনায়। ৮০ বছরে হাজরা পার্কের পুজোর থিম 'তাণ্ডব'। গোটা বিশ্বে যা ঘটছে, 'তাণ্ডব' থিমের মাধ্যমে সেই সব তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পীরা। থিমের মূল ভিত্তি হিন্দু শাস্ত্রের বহুলচর্চিত 'তাণ্ডব'। ইতিহাস বলছে, এই পুজো প্রথম চালু হয় ভবানীপুরে। পরে ১৯৪৫ সালে হাজরা পার্কে স্থানান্তরিত হয়। গত তিন বছর ধরে করোনা অতিমারী যে ভাবে মানবজীবনে ধ্বংসলীলা চালিয়ে এসেছে, সেটিও একরকম 'তাণ্ডব' বলে তুলে ধরেছেন শিল্পীরা। এ বছর দুর্গোৎসব কমিটির থিমের একটাই লক্ষ্য, সমস্ত তাণ্ডবের দিন যেন শেষ হয়। সেই বার্তাই রয়েছে থিমের পরতে পরতে।