Image Source: Ashutosh Rana Instagram

'দুশমন' ছবির সেই পোস্টম্যানকে মনে পড়ে?

খলনায়কের চরিত্রে মেরুদণ্ডে ঠাণ্ডা রক্তের স্রোত বইয়ে দিয়েছিলেন আশুতোষ রানা। আজ তাঁর জন্মদিন।

'সংঘর্ষ'-র খলনায়ক চরিত্রেও দুরন্ত অভিনয় করেছিলেন তিনি।

বড়পর্দায় বিপুল জনপ্রিয় এই অভিনেতা কিন্তু জীবন শুরু করেছিলেন ছোটপর্দায়।

সিরিয়ালের নাম ছিল 'স্বাভিমান'। এছাড়াও একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে আশুতোষকে।

ছোটপর্দার পর বড়পর্দা তো বটেই, কাজ করেছেন অডিও সিরিজে। তাতেও বেশ খ্যাতি পান বিশিষ্ট অভিনেতা।

অভিনেত্রী রেণুকা সাহানিকে বিয়ে করেন ২০০১ সালে। দুজনের সুখী দাম্পত্যের ছবিও ধরা রয়েছে সোশ্যাল মিডিয়ায়।

হিন্দির পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ভাষার ছবিতেও কাজ করেছেন আশুতোষ যার মধ্যে কন্নড়, বাংলা, মারাঠি ও তামিল ছবিও রয়েছে।

অভিনয় তো বটেই, লেখালেখির জগতেও সুনাম কুড়িয়েছেন তিনি।

তাঁর লেখা দুটি বই এর মধ্যেই জনপ্রিয়। আজ ৫৫ বছর পূর্ণ করলেন অভিনেতা ও লেখক।