অনলাইন ক্লাস থেকে নেটব্যাঙ্কিং বা ওয়ার্ক ফ্রম হোম। ইন্টারনেট ছাড়া জীবন যেন ভাবাই যায় না। কিন্তু অত্যন্ত জরুরি এই নেটদুনিয়ায় কত রকম ফাঁদ পাতা, সে খবর কি সব সময় খেয়াল করি? গোপন তথ্য ফাঁস হওয়া থেকে হরেক রকম জালিয়াতি, ভার্চুয়াল জগতের আড়ালে আবডালে লুকিয়ে থাকে নানা চক্র ও ফাঁদ। সেই ফাঁদের খপ্পর থেকে কী ভাবে বাঁচাবেন নিজেকে? আতঙ্কিত নয়, বরং সতর্ক থাকুন। আর মেনে চলুন কয়েকটি পরামর্শ, বলেন সাইবার বিশেষজ্ঞরা। প্রথমত, কোনও ওয়েবসাইটের মাধ্যমে আর্থিক লেনদেনের আগে অবশ্যই জেনে নিন সেটি এনক্রিপ্টেড কিনা। এতে আপনার অনলাইন আইডেন্টিটি সুরক্ষিত থাকার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে সচেতন হোন। বড় হাতের, ছোট হাতের অক্ষর, সংখ্যা, স্পেশ্যাল ক্যারাকটার মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করুন। কোনও 'কুকিজ' থাকলে মুছে ফেলুন। কারণ 'কুকিজ' না মোছা হলে আপনার ব্রাউজিং সেশন সম্পর্কে সহজে খোঁজ পেতে পারে হ্যাকাররা। সবচেয়ে বড় কথা, চোখ বন্ধ করে ভার্চুয়াল জগতে কাউকে ভরসা নয়।