কাজ, পড়াশোনা বা নিখাদ আড্ডা। সবকিছুতেই মাধ্যম হিসেবে একচেটিয়া দাপট হোয়াটসঅ্যাপের।
ABP Ananda
Image Source: Pexels

কাজ, পড়াশোনা বা নিখাদ আড্ডা। সবকিছুতেই মাধ্যম হিসেবে একচেটিয়া দাপট হোয়াটসঅ্যাপের।

টেক্সট মেসেজ থেকে ভয়েস নোট কিংবা সহজেই ভিডিও কল। প্রয়োজনে অনলাইন ক্লাস, সবেতেই ভরসা হোয়াটসঅ্য়াপ।
ABP Ananda
Image Source: Pexels

টেক্সট মেসেজ থেকে ভয়েস নোট কিংবা সহজেই ভিডিও কল। প্রয়োজনে অনলাইন ক্লাস, সবেতেই ভরসা হোয়াটসঅ্য়াপ।

খেয়াল রাখতে হয় ঝুঁকির দিকেও। ফলে হোয়াটসঅ্যাপের চ্যাট, তথ্য কতটা নিরাপদ তাও দেখতে হবে।
ABP Ananda
Image Source: Pexels

খেয়াল রাখতে হয় ঝুঁকির দিকেও। ফলে হোয়াটসঅ্যাপের চ্যাট, তথ্য কতটা নিরাপদ তাও দেখতে হবে।

এই অ্যাপে চ্যাটের প্রিভেসি বা নিরাপত্তা বজায় রাখার জন্য একাধিক ফিচার রয়েছে, আপডেটও করা হয়েছে।
Image Source: Pexels

এই অ্যাপে চ্যাটের প্রিভেসি বা নিরাপত্তা বজায় রাখার জন্য একাধিক ফিচার রয়েছে, আপডেটও করা হয়েছে।

Image Source: Pexels

কোনও গ্রুপ ছাড়লে আগে সব সদস্য জানত, এখন শুধুমাত্র অ্যাডমিন জানবে।

Image Source: Pexels

অনলাইন আছেন কিনা, সেই স্ট্যাটাস লুকনো যায়। তাতে স্টকিং বা অযথা বিরক্ত করা থেকে বাঁচা যায়।

Image Source: Pexels

View Once Images-এর সুবিধা। প্রাপক একবার দেখে নিলেই ডিলিট করে দেওয়া যাবে।

Image Source: Pexels

View Once Images-এর স্ক্রিনশট নেওয়াও রোখা যাবে, এমনই ফিচার আনা হয়েছে হোয়াটসঅ্যাপে।

Image Source: Pexels

Disappearing messages-এর সুবিধাও এনেছে হোয়াটসঅ্যাপ।

Image Source: Pexels

এই ফিচার অন থাকলে নির্দিষ্ট সময় অন্তর পুরনো মেসেজ নিজে থেকেই ডিলিট হয়ে যাবে।