Image Source: Pexels

কাজ, পড়াশোনা বা নিখাদ আড্ডা। সবকিছুতেই মাধ্যম হিসেবে একচেটিয়া দাপট হোয়াটসঅ্যাপের।

Image Source: Pexels

টেক্সট মেসেজ থেকে ভয়েস নোট কিংবা সহজেই ভিডিও কল। প্রয়োজনে অনলাইন ক্লাস, সবেতেই ভরসা হোয়াটসঅ্য়াপ।

Image Source: Pexels

খেয়াল রাখতে হয় ঝুঁকির দিকেও। ফলে হোয়াটসঅ্যাপের চ্যাট, তথ্য কতটা নিরাপদ তাও দেখতে হবে।

Image Source: Pexels

এই অ্যাপে চ্যাটের প্রিভেসি বা নিরাপত্তা বজায় রাখার জন্য একাধিক ফিচার রয়েছে, আপডেটও করা হয়েছে।

Image Source: Pexels

কোনও গ্রুপ ছাড়লে আগে সব সদস্য জানত, এখন শুধুমাত্র অ্যাডমিন জানবে।

Image Source: Pexels

অনলাইন আছেন কিনা, সেই স্ট্যাটাস লুকনো যায়। তাতে স্টকিং বা অযথা বিরক্ত করা থেকে বাঁচা যায়।

Image Source: Pexels

View Once Images-এর সুবিধা। প্রাপক একবার দেখে নিলেই ডিলিট করে দেওয়া যাবে।

Image Source: Pexels

View Once Images-এর স্ক্রিনশট নেওয়াও রোখা যাবে, এমনই ফিচার আনা হয়েছে হোয়াটসঅ্যাপে।

Image Source: Pexels

Disappearing messages-এর সুবিধাও এনেছে হোয়াটসঅ্যাপ।

Image Source: Pexels

এই ফিচার অন থাকলে নির্দিষ্ট সময় অন্তর পুরনো মেসেজ নিজে থেকেই ডিলিট হয়ে যাবে।