একাধিক গ্যাজেটের জন্য একেক ধরনের চার্জার লাগবে না, এক চার্জারেই চার্জ করা যাবে একাধিক গ্যাজেট।

ABP Ananda

সম্প্রতি কোম্পানিগুলির কাছে এমনই এক প্রস্তাব রাখতে চলেছে কেন্দ্রীয় সরকার।

ABP Ananda

সরকার স্মার্টফোন ও ট্যাবলেট সহ বিভিন্ন ডিভাইসের জন্য একটি সাধারণ চার্জারের কথা ভাবছে।ইতিমধ্যেই সরকারি বিষয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা।

ABP Ananda

আগামী ১৭ অগাস্ট এই বিষয়ে শিল্প মহলের সঙ্গে একটি আলোচনায় বসবে কেন্দ্র। সম্প্রতি উপভোক্তা বিষয়ক মন্ত্রকের সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে।

ABP Ananda

শোনা যাচ্ছে, ভারতে একাধিক চার্জারের ব্যবহার বন্ধ করার মাধ্যমে আসলে ই-বর্জ্য রোধ করার পরিবেশ তৈরি করতে চাইছে মোদি সরকার।

নতুন এই উদ্যোগ সফল হলে আদতে লাভবান হবেন উপভোক্তারা। তাদের ওপর একাধিক গ্যাজেটের জন্য চার্জার কেনার বোঝা কমবে।

সেই কারণেই নতুন এই সম্ভাবনার মূল্যায়ন করতে মোবাইল নির্মাতা ছাড়াও সংশ্লিষ্ট সেক্টর-নির্দিষ্ট সংস্থাগুলির সঙ্গে বৈঠক করবে সরকার।

ABP Ananda

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ২০২৪ সালের মধ্যে ছোট ইলেকট্রনিক ডিভাইসের জন্য একটি USB-C পোর্ট, কমন চার্জিং স্ট্যান্ডার্ড গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।

ABP Ananda

একই ধরনের ভাবনা তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেও।