একাধিক গ্যাজেটের জন্য একেক ধরনের চার্জার লাগবে না, এক চার্জারেই চার্জ করা যাবে একাধিক গ্যাজেট।
সম্প্রতি কোম্পানিগুলির কাছে এমনই এক প্রস্তাব রাখতে চলেছে কেন্দ্রীয় সরকার।
শোনা যাচ্ছে, ভারতে একাধিক চার্জারের ব্যবহার বন্ধ করার মাধ্যমে আসলে ই-বর্জ্য রোধ করার পরিবেশ তৈরি করতে চাইছে মোদি সরকার।
নতুন এই উদ্যোগ সফল হলে আদতে লাভবান হবেন উপভোক্তারা। তাদের ওপর একাধিক গ্যাজেটের জন্য চার্জার কেনার বোঝা কমবে।
একই ধরনের ভাবনা তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেও।