সারা বিশ্বে প্রকোপ রয়েছে ক্যান্সারের অসুস্থতার পাশাপাশি মৃত্যুহারও অনেক বেশি এই মারণরোগে। বিশেষজ্ঞরা বলেন, সচেতনতা ও সুষ্ঠু জীবনযাত্রার মাধ্যমে ঠেকানো যায় মারণরোগ তাই ক্যান্সার নিয়ে সচেতনতা প্রসার জরুরি, জানাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতিবছর ৪ ফেব্রুয়ারি পালিত বিশ্ব ক্যান্সার দিবস ২০০০ সাল থেকে শুরু হয়েছে বিশ্ব ক্যান্সার দিবস পালন ক্যান্সার নিয়ে সচেতনতা, ওই রোগ প্রতিরোধ করা, আগাম পদক্ষেপ সবকিছুই থাকে আলোচনায়। ক্যান্সার রুখতে গেলে Early Detection-এর কথা বলে থাকেন চিকিৎসকরা। কী কী দেখে আগেভাগে সতর্ক হতে হবে, তা সকলের জানা প্রয়োজন। সেই কাজই হয় এই দিনে ২০২২, ২০২৩ এবং ২০২৪- এই তিন বছরের জন্য একটিই থিম। 'Close The Care Gap'