Image Source: Pexels, Pixabay

সারা বিশ্বে প্রকোপ রয়েছে ক্যান্সারের

Image Source: Pexels, Pixabay

অসুস্থতার পাশাপাশি মৃত্যুহারও অনেক বেশি এই মারণরোগে।

Image Source: Pexels, Pixabay

বিশেষজ্ঞরা বলেন, সচেতনতা ও সুষ্ঠু জীবনযাত্রার মাধ্যমে ঠেকানো যায় মারণরোগ

Image Source: Pexels, Pixabay

তাই ক্যান্সার নিয়ে সচেতনতা প্রসার জরুরি, জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

Image Source: Pexels, Pixabay

প্রতিবছর ৪ ফেব্রুয়ারি পালিত বিশ্ব ক্যান্সার দিবস

Image Source: Pexels, Pixabay

২০০০ সাল থেকে শুরু হয়েছে বিশ্ব ক্যান্সার দিবস পালন

Image Source: Pexels, Pixabay

ক্যান্সার নিয়ে সচেতনতা, ওই রোগ প্রতিরোধ করা, আগাম পদক্ষেপ সবকিছুই থাকে আলোচনায়।

Image Source: Pexels, Pixabay

ক্যান্সার রুখতে গেলে Early Detection-এর কথা বলে থাকেন চিকিৎসকরা।

Image Source: Pexels, Pixabay

কী কী দেখে আগেভাগে সতর্ক হতে হবে, তা সকলের জানা প্রয়োজন। সেই কাজই হয় এই দিনে

Image Source: Pexels, Pixabay

২০২২, ২০২৩ এবং ২০২৪- এই তিন বছরের জন্য একটিই থিম। 'Close The Care Gap'