আপনি কি রোড ট্রিপে যাওয়ার পরিকল্পয়ান করছেন? তাও আবার একা? তাহলে কয়েকটি ব্যাপারে নজর দিন। প্রয়োজনে একটু বেশিই সতর্ক হোন। যে জায়গায় যাচ্ছেন এবং যে রুটে যাচ্ছেন সেটা ভালভাবে চিনে রাখা প্রয়োজন। সঙ্গে রাখতে পারেন ম্যাপ। সড়ক সফরে একা গেলে যে গাড়ি বা বাইক নিয়ে যাচ্ছেন তার জ্বালানির পরিমাণ ভালভাবে দেখে নিন। সঙ্গে অবশ্যই কিছু পরিমাণ নগদ টাকা রাখুন। কারণ সর্বত্র এটিএম পাবেন বা কার্ডের মাধ্যমে এবং অনলাইন পেমেন্ট করা যাবে তা নাও হতে পারে। অতি অবশ্যই সঙ্গে রাখুন জরুরি ওষুধপত্র এবং একটি ফার্স্ট এইড কিড। সড়ক সফরে গেলে সঙ্গে হাল্কা শুকনো খাবার এবং জল রাখা অবশ্যই দরকার। শখ শৌখিনতার জন্য গান শোনার ইয়ারফোন, বক্স, চার্জার এগুলো রাখুন। যে জায়গায় যাচ্ছেন সেখানকার আবহাওয়া সম্পর্কে ওয়াকিবহাল থাকা প্রয়োজন। গাড়ি কিংবা বাইকের কন্ডিশন আগে থেকেই চেক করিয়ে নেওয়া দরকার।