ভারতে নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে ইনফিনিক্স সংস্থা। এবার লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ১২ স্মার্টফোন। দেখে নিন দাম ও ফিচার। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভার্সানের দাম ৯৪৯৯ টাকা। আগামী ২৩ অগস্ট দুপুর ১২টা থেকে ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে ইনফিনিক্সের নতুন বাজেট স্মার্টফোন। Blue, Polar Black, Purple, Turquoise Cyan- এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ১২ ফোন। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংসে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। ইনফিনিক্স হট ১২ ফোনে রয়েছে ৬০০০ এমএএইচের শক্তিশালী একটি ব্যাটারি। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর। ইনফিনিক্সের এই ফোনের ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে।