Image Source: Pexels

আজকাল প্রায় অনেকের জীবনেই মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস নিত্যসঙ্গী।

Image Source: Pexels

মানসিক চাপের কারণে আপনার মধ্যে একাধিক সমস্যা দেখা দিতে পারে।

Image Source: Pexels

বাড়িতে থাকাকালীনও অনেকেই চরম মানসিক চাপ অনুভব করতে পারেন।

Image Source: Pexels

সেই সময়ে নিজেকে একটু রিল্যাক্স রাখতে চাইলে কয়েকটি কাজ করতে পারেন আপনি।

Image Source: Pexels

আপনার পেশি শিথিল হবে অর্থাৎ মাসল রিল্যাক্স হবে এই জাতীয় রিল্যাক্সেশনের একসারসাইজ অভ্যাস করতে পারেন।

Image Source: Pexels

সুগন্ধ অনেক সময়েই মন ভাল করে, স্ট্রেস কাটায়। তাই ঘরে রাখতে পারেন সুগন্ধী মোম। অর্থাৎ অ্যারোমাথেরাপির সাহায্য নিতে পারেন।

Image Source: Pexels

ডুডল তৈরি করা অর্থাৎ ডুডলিং করা বা কোনও আঁকায় রঙ করলে স্ট্রেস অনেকটা কমে যায়।

Image Source: Pexels

নিয়মির শরীরচর্চা এবং যোগাসনের অভ্যাস রাখুন। এর ফলে মানসিক চাপ অনেকটা কমে।

Image Source: Pexels

মন ভাল রাখতে এবং স্ট্রেস কমাতে ভাল গান শুনতে পারেন, দেখতে পারেন ভাল সিনেমা। ভাল বইও পড়তে পারেন।

Image Source: Pexels

যাঁদের রান্নার শখ রয়েছে তাঁরা রান্নাঘরে একটু সময় কাটাতে পারেন। বানিয়ে ফেলতে পারেন নতুন কোনও পদ।