ভারতে ৫জি পরিষেবা চালু হয়েছে নির্দিষ্ট কিছু শহরে। এই মুহূর্তে অনেকেই ৫জি ফোন কেনার পরিকল্পনায় রয়েছেন। বিশেষ করে দীপাবলির আগে বিভিন্ন ই-কমার্স সংস্থার ছাড়ে ৫জি ফোন কিনলে লাভবানই হবেন। কিন্তু ৫জি ফোন কেনার সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে। একটি ৫জি স্মার্টফোনের কোন কোন বৈশিষ্ট্য দেখে তা কেনা উচিত সেগুলো দেখে নিন একনজরে। ৫জি ফোন কিনতে হলে অবশ্যই ৫জি সার্ভিস সাপোর্ট করবে এমন চিপসেট যুক্ত ফোন কেনা উচিত। ৫জি ফোন কেনার আগে জেনে নিন কোন কোন ৫জি ব্যান্ড ভারতে চালু হতে যাচ্ছে। সমস্ত ৫জি ব্যান্ডের সাপোর্ট থাকলে তবেই সেই ফোন কিনুন। যে ফোন কিনতে চলেছেন সেখানে একাধিক ৫জি ব্যান্ডের সাপোর্ট থাকা ভাল। ৫জি ফোনে শক্তিশালী ব্যাটারি থাকা প্রয়োজন। অন্তত ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকলে তবেই সেই ফোন কিনুন। ফোনে ৫জি পরিষেবা পেতে হলে তার জন্য নির্দিষ্ট আপডেট পেতে হবে। তবেই ফোনে ৫জি সার্ভিস অ্যাক্টিভেট হবে।