বৃষ্টিতে জলমগ্ন বারাণসীর মনিকর্নিকা ঘাট। নৌকো চেপেই চলছে অস্থি বিসর্জনের কাজ। উত্তরপ্রদেশের বন্যা-পরিস্থিতি নিয়ে শনিবার বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভেসে গিয়েছে ঘরবাড়ি। সামান্য় সম্বলটুকু বাঁচাতে তাই জলে নেমে পড়েছেন মির্জাপুরের বাসিন্দা। গঙ্গার জলস্তর বেড়ে যাওয়া এবার ভেসে গিয়েছে মির্জাপুর-সহ উত্তরপ্রদেশের বেশ কিছু অংশ। এই ভাবের প্রয়াগরাজের বসতি এলাকায় ত্রাণের কাজ চলাচ্ছেন এনডিআরএফের কর্মীরা। বন্যা-বিপর্যয়ের মাঝেই রবিবার ফের বিহার, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের পূর্বাংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এখনও পর্যন্ত জল নামেনি নানা এলাকা থেকে। তার মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাসে চিন্তার ভাঁজ বেড়েছে। বিহার এবং উত্তরপূর্ব উত্তরপ্রদেশে আগামী দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহারের কিছু জায়গায় অতি ভারী বর্ষণ হতে পারে, জানিয়ে রেখেছে মৌসম ভবন। সব মিলিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে পরিস্থিতি? ভেবেই ভয় পাচ্ছেন সাধারণ মানুষ।