Image Source: Pexels

ইউজারদের সুরক্ষায় নতুন ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

Image Source: Pexels

নতুন ফিচার login approval লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।

Image Source: Pexels

ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের নতুন ফিচার login approval নিয়ে কাজ শুরু করে দিয়েছে।

Image Source: Pexels

অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করলে এই ফিচারের সাহায্যে ইউজারদের কাছে অ্যালার্ট পৌঁছে যাবে।

Image Source: Pexels

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetainfo জানিয়েছে, এই login approval করা হচ্ছে নির্দিষ্ট ৬ ডিজিটের কোডের সাহায্যে।

Image Source: Pexels

হোয়াটসঅ্যাপের নতুন login approval ফিচারের সাহায্যে আরও অনেক সুবিধাই পাবেন ইউজাররা।

Image Source: Pexels

যে ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করতে চাইছে তার সম্পর্কেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে।

Image Source: Pexels

কোন ডিভাইস থেকে হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে, কোন সময়ে সেই কাজ করা হয়েছে- এইসব তথ্যও জানা যাবে।

Image Source: Pexels

আপাতত নির্দিষ্ট ইউজারদের জন্য নতুন এই login approval ফিচারের টেস্টিং চালু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।

Image Source: Pexels

ভাল সাড়া পাওয়া গেলে আগামী সপ্তাহ থেকে বিটা ভার্সানে রোলআউট শুরু হবে হোয়াটসঅ্যাপের এই ফিচার।

Thanks for Reading. UP NEXT

Independence Day Sale: দেখুন স্মার্টওয়াচের সেরা অফার

View next story