আপনি কি অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য? তাহলে ঘন ঘন নোটিফিকেশনে নিশ্চিত বিরক্ত হন। এবার আপনার সুবিধার্থেই নতুন ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটস গ্রুপের সদস্য সংখ্যা ২৫৬-র বেশি হলে তা মিউট করে দেবে কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপ বিটা- র একদম লেটেস্ট ভার্সানে এই ফিচারের টেস্টিং চলছে। অর্থাৎ সমস্ত ইউজারদের জন্য এখনও এই ফিচার চালু হয়নি। তবে অনুমান আর বেশি দেরি নেই। মূলত নোটিফিকেশনের চাপ কমানোর জন্যেই এই ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচার চালু হয়ে গেলে আপনি একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হলেও নোটিফিকেশনের বন্যা বইবে না ফোনে। হোয়াটসঅ্যাপে চালু হয়েছে কমিউনিটি ফিচারও। এর সাহায্যে এক জায়গায় অনেক গ্রুপ রাখা যাবে। আইওএস, অ্যান্ড্রয়েড এবং হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সানে হোয়াটসঅ্যাপ কমিউনিটি ফিচার চালু হয়েছে। একটি হোয়াটসঅ্যাপ কমিউনিটির অর্থ হল সেখানে একসঙ্গে অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে।