Image Source: Pexels

আপনি কি অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য? তাহলে ঘন ঘন নোটিফিকেশনে নিশ্চিত বিরক্ত হন।

Image Source: Pexels

এবার আপনার সুবিধার্থেই নতুন ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

Image Source: Pexels

হোয়াটস গ্রুপের সদস্য সংখ্যা ২৫৬-র বেশি হলে তা মিউট করে দেবে কর্তৃপক্ষ।

Image Source: Pexels

হোয়াটসঅ্যাপ বিটা- র একদম লেটেস্ট ভার্সানে এই ফিচারের টেস্টিং চলছে।

Image Source: Pexels

অর্থাৎ সমস্ত ইউজারদের জন্য এখনও এই ফিচার চালু হয়নি। তবে অনুমান আর বেশি দেরি নেই।

Image Source: Pexels

মূলত নোটিফিকেশনের চাপ কমানোর জন্যেই এই ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ।

Image Source: Pexels

এই ফিচার চালু হয়ে গেলে আপনি একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হলেও নোটিফিকেশনের বন্যা বইবে না ফোনে।

Image Source: Pexels

হোয়াটসঅ্যাপে চালু হয়েছে কমিউনিটি ফিচারও। এর সাহায্যে এক জায়গায় অনেক গ্রুপ রাখা যাবে।

Image Source: Pexels

আইওএস, অ্যান্ড্রয়েড এবং হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সানে হোয়াটসঅ্যাপ কমিউনিটি ফিচার চালু হয়েছে।

Image Source: Pexels

একটি হোয়াটসঅ্যাপ কমিউনিটির অর্থ হল সেখানে একসঙ্গে অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে।

Thanks for Reading. UP NEXT

হোয়াটসঅ্যাপের 'কম্পানিয়ন' মোড, কী সুবিধা পাবেন?

View next story