কারও চুল শুষ্ক, তো কারও তৈলাক্তভাব থাকে। বিভিন্ন চুলের বিভিন্ন রকমের যত্ন প্রয়োজন

অনেকেই আছেন চুলে তেল দিতে ভালবাসেন। কিন্তু জানেন কি কোন কোন সময়ে চুলে তেল দেওয়া উচিত নয় ?

কপালে ব্রণ থাকলে চুলে তেল মাখা উচিত নয়

এই সময়ে তেল মাখলে আপনার ত্বকের ছিদ্র বন্ধ হয়ে বেড়ে যেতে পারে ব্রণ

তৈলাক্ত চুলে তেল মাখা অস্বস্তির কারণ হতে পারে

তাতে চুল পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে

মাথার ত্বকে ফোঁড়া লোমকূপে ব্যাক্টেরিয়া সংক্রমণের কারণে হয়

এই পরিস্থিতিতেও চুলে তেল দিলে তা আরও নোংরা হয়ে ওঠে এবং ব্যাক্টেরিয়ার সংক্রমণ দেখা দেয়

খুশকি চুলের তেলে মিশে যায়। যার ফলে মাথার ত্বকে আরও খুশকি দেখা দেয়

তাই আপনার চুলে যদি খুশকি থাকে, তাহলে তেল মাখা এড়িয়ে যান