ABP Ananda


নাচ হোক বা গান, এমনকি অভিনয়ও... বলিউডে বেশ নজর কেড়েছেন নোরা ফতেহি।


ABP Ananda


তাঁর লাস্যে মুগ্ধ আট থেকে আশি। নোরার নাচের দক্ষতাও বেশ নজরকাড়া।


ABP Ananda


তবে জানেন কী, নোরা ভারতীয় নয়। অভিনেত্রীর জন্ম কানাডায়।


ABP Ananda


টরেন্টোর স্কুলে প্রথমে পড়াশোনা করেছেন নোরা ফতেহি।


ABP Ananda


এরপর ইয়র্ক বিশ্ববিদ্যলয় থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন নোরা।


ABP Ananda


নিজের একাধিক সাক্ষাৎকারে নোরা নিজেকে হৃদয় থেকে ভারতীয় বলেই দাবি করেছেন।


ABP Ananda


তেলুগু ছবির আইটেম গানে পারফর্ম করেই প্রথম নজর কাড়েন নোরা।


ABP Ananda


কেবল নাচ নয়, নোরার ঝুলিতে রয়েছে মিউজিক অ্যালবামও।


ABP Ananda


'রোয়ার' হিন্দি ছবির হাত ধরে ডেবিউ হয়েছিল নোরা ফতেহির।



বাহুবলী ছবির প্রথম পার্টে তাঁর 'মনোহারী' নাচটি মন কেড়েছিল দর্শকদের