ঘুরতে গিয়ে গ্রেফতার হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুপারমডেল জিজি হাদিদ।
ABP Ananda
Image Source: Gigi Hadid Instagram

ঘুরতে গিয়ে গ্রেফতার হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুপারমডেল জিজি হাদিদ।

এক ইংরেজি বিনোদন পত্রিকার দাবি, জিজির কাছ থেকে মাদক উদ্ধার হয়েছিল।
ABP Ananda

এক ইংরেজি বিনোদন পত্রিকার দাবি, জিজির কাছ থেকে মাদক উদ্ধার হয়েছিল।

তার পরই গ্রেফতার করা হয় ২৮ বছরের এই সুপারমডেলকে।
ABP Ananda

তার পরই গ্রেফতার করা হয় ২৮ বছরের এই সুপারমডেলকে।

ব্রিটিশ ওভারসিজ টেরিটরি Cayman Islands-এ বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন জিজি।

ব্রিটিশ ওভারসিজ টেরিটরি Cayman Islands-এ বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন জিজি।

সেখানকার Owen Roberts International Airport-এ তাঁদের প্রাইভেট বিমান নামতেই এই ঘটনা।

গত ১০ জুলাই গ্রেফতার করা হয় সুপারমডেলকে।

কাস্টমস আধিকারিকরা জিজির জিনিসপত্রে মাদক পেয়েছিলেন, দাবি ওই বিনোদন পত্রিকার।

তাঁর বন্ধুর 'লাগেজ' থেকেও মাদক উদ্ধার হয় বলে খবর।

১২ জুলাই কোর্টে পেশ করা হলে দু'জনকেই ১ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়।

তার পরই জামিন পান সুপারমডেল। Nita Mukesh Ambani Cultural Centre-র উপলক্ষ্যে গত এপ্রিলেই মুম্বই এসেছিলেন জিজি।