Image Source: PIXABAY

আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য সচেতনতা তৈরি করতেই এই দিন।

জলবায়ুর ক্ষতিকারক পরিবর্তন রুখতে সচেতনতা বাড়ানোই সার্বিক লক্ষ্য দিনটির।

মানুষের গতিবিধি ও ব্যাপক শিল্পায়নের জন্য গত এক শতকে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক সম্পদ।

সবটা মথায় রেখেই ১৯৪৮ সালের ৫ অক্টোবর 'ইন্টারন্য়াশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার' তৈরি হয়।

ষাট ও সত্তরের দশকে বিভিন্ন প্রজাতি ও তাদের বাসস্থান সংরক্ষণের দিকে নজর দিয়েছিল সংস্থাটি।

১৯৬৪ সালে বিপন্ন প্রজাতির তালিকা প্রকাশ করে 'আইইউসিএন'।

২০০০ সালের পর থেকে প্রকৃতি সংরক্ষণের দিকে নজর দেওয়া শুরু।

জীবকূলের যে সব প্রজাতি অবলুপ্ত হওয়ার মুখে, তাদের বাঁচানোই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসের মূল লক্ষ্য।

২০২২-র বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসের থিম বল 'Forests and Livelihoods: Sustaining People and Planet.

প্রাকৃতিক সম্পদের ক্ষতি না করেও খনন এবং চাষাবাদের কাজে কী ভাবে তাকে ব্যবহার করা যায়, সেটাই লক্ষ্য এই উদযাপনের।