Image Source: pixabay.com

রান্নাঘরে আদার (Ginger) ব্যবহার হামেশাই করে থাকেন, রান্নার স্বাদ বৃদ্ধিতে অথবা সুগন্ধের জন্য ব্যবহার হয়

Image Source: pixabay.com

কিন্তু জানেন কি, আদা শুধুই রান্নায় ব্যবহারের একটি উপাদান নয়, স্বাস্থ্যে এর উপকারিতা ঠিক কতটা?

Image Source: pixabay.com

মাথা ঘোরা, বমি ভাব, হজমের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা এবং আরও অনেক সমস্যার ঘরোয়া সমাধান রয়েছে আদাতেই

Image Source: pixabay.com

তাই দিনের শুরুটাও আদা দিয়েই করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, রোজ সকালে খালি পেটে এক টুকরো আদা খেলে কী হবে জানেন?

Image Source: pixabay.com

বহু মানুষেরই সারারাত ভালো ঘুম হওয়ার পরও ক্লান্তিবোধ হতে থাকে, শারীরিক নানা কারণে এই সমস্যা দেখা দিতে পারে

Image Source: pixabay.com

এমন পরিস্থিতিতে আদা উপকারে আসতে পারে, সকালে চা কিংবা কফির পরিবর্তে এক কাপ আদার জল খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

Image Source: pixabay.com

মাথা ঘোরা, বমিভাব দূর করতে আদার জুড়ি মেলা ভার। এই সমস্যা দূর করতে সকালে খালি পেটে এক টুকরো আদা চিবিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

Image Source: pixabay.com

পাকস্থলীর নানা অসুখ দূর হয়ে যায় এক টুকরো আদাতেই, অন্তঃসত্ত্বা মহিলারা অনেক সময়ই আদার জল খেয়ে থাকেন

Image Source: pixabay.com

যাঁদের মধুমেহ রয়েছে তাঁদের জন্য অত্যন্ত উপকারী আদা, খালি পেটে আদা চিবিয়ে খেলে কিংবা আদার জল খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে

Image Source: pixabay.com

গ্যাস, অম্বল, পেট ফাঁপার মতো সমস্যা প্রতিরোধ করতে দারুণ উপকারী আদা, এছাড়াও রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে। দূরে থাকে হৃদরোগও