Image Source: pixabay

বিশ্বে সামগ্রিক বাস্তুতন্ত্রের ভিত্তি অরণ্য।

Image Source: pixabay

সারা পৃথিবীতে অক্সিজেন জোগানের একটি বড় অংশ আসে বিশ্বের বৃষ্টি-অরণ্য বা রেনফরেস্ট থেকে।

Image Source: pixabay

সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় এমন এলাকা তৈরি হয় এমন বনাঞ্চল। এখানে সারা বছরই গাছের পাতা সবুজ থাকে।

Image Source: pixabay

পরিবেশের কারণেই জীববৈচিত্র্যে ঠাসা থাকে এই অরণ্য।

Image Source: pixabay

এখন বিভিন্ন কারণে ক্রমণ কমছে বৃষ্টি অরণ্য। যার প্রভাব পড়ছে গোটা বিশ্বের পরিবেশে।

Image Source: pixabay

এই পরিস্থিতিতে বৃষ্টি অরণ্য বাঁচাতে, সচেতনতা তৈরি করতে পালিত হয় ওয়ার্ল্ড রেনফরেস্ট ডে।

Image Source: pixabay

২০১৭ সালের ২২ জুন থেকে এই দিনটি পালন শুরু হয়েছে।

Image Source: pixabay

শুধু অক্সিজেনই নয়, দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন দ্রব্য আসে এই অরণ্য থেকে।

Image Source: pixabay

একাধিক ওষধি গুণ সম্পন্ন উদ্ভিদ মেলে বৃষ্টি-অরণ্যে।

Image Source: pixabay

এই কারণেই মানবজাতির স্বার্থে বৃষ্টি-অরণ্য বাঁচানোর ডাক দিয়ে পালিত হয় এই দিনটি।