বিশ্বে সামগ্রিক বাস্তুতন্ত্রের ভিত্তি অরণ্য। সারা পৃথিবীতে অক্সিজেন জোগানের একটি বড় অংশ আসে বিশ্বের বৃষ্টি-অরণ্য বা রেনফরেস্ট থেকে। সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় এমন এলাকা তৈরি হয় এমন বনাঞ্চল। এখানে সারা বছরই গাছের পাতা সবুজ থাকে। পরিবেশের কারণেই জীববৈচিত্র্যে ঠাসা থাকে এই অরণ্য। এখন বিভিন্ন কারণে ক্রমণ কমছে বৃষ্টি অরণ্য। যার প্রভাব পড়ছে গোটা বিশ্বের পরিবেশে। এই পরিস্থিতিতে বৃষ্টি অরণ্য বাঁচাতে, সচেতনতা তৈরি করতে পালিত হয় ওয়ার্ল্ড রেনফরেস্ট ডে। ২০১৭ সালের ২২ জুন থেকে এই দিনটি পালন শুরু হয়েছে। শুধু অক্সিজেনই নয়, দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন দ্রব্য আসে এই অরণ্য থেকে। একাধিক ওষধি গুণ সম্পন্ন উদ্ভিদ মেলে বৃষ্টি-অরণ্যে। এই কারণেই মানবজাতির স্বার্থে বৃষ্টি-অরণ্য বাঁচানোর ডাক দিয়ে পালিত হয় এই দিনটি।