Image Source: PTI

১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর নির্বাচনী ক্ষেত্র বারাণসী থেকে গঙ্গা রিভার ক্রুজ -এর উদ্বোধন করবেন।

Image Source: PTI

এর যাত্রাপথ মোট ৫১ দিনের

Image Source: PTI

১ মার্চ অসমের ডিব্রুগড়ে পৌঁছবে। ২৭টি নদী পেরিয়ে বাংলাদেশে যাবে, সেখান থেকে পৌঁছবে অসম।

Image Source: PTI

যাত্রা শুরুর পর থেকে আট নম্বর দিনে MV Ganga Vilas পৌঁছবে পটনা।

Image Source: PTI

ফরাক্কা ও মুর্শিদাবাদ হয়ে ২০তম দিনে সেটা পৌঁছবে কলকাতা।

Image Source: PTI

বাংলাদেশ থেকে গুয়াহাটি হয়ে ভারতে ঢুকবে।

Image Source: PTI

তিন তলার এই ক্রুজে মোট ১৮টি স্যুট রয়েছে। যাতে ৩৬ জন থাকতে পারেন।

Image Source: PTI

৭টি নদীপথ নিয়ে প্রায় ৩২০০ কিলোমিটার পথ ৫১ দিনে অতিক্রম করবে MV Ganga Vilas

Image Source: PTI

একাধিক শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্র ছুঁয়ে যাবে এটি।

Image Source: PTI

এদিন প্রমোদতরীর সঙ্গে আরও একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।