ফাইনালে ভারত অজি বধ করে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত টানা ৪ বার এই নিয়ে টানা ৪ বার যুব বিশ্বকাপের ফাইনালে ৯৬ রানে জয় ক্যাঙ্গারুদের ৯৬ রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া যশ, শাইকের ব্য়াটে জয় দুশো রানের ওপরে পার্টনারশিপ গড়লেন যশ-শাইক জুটি শতরান যশের দুরন্ত ১১০ রানের ইনিংস যশ ধূলের বল হাতে ভেল্কি ভিকির ৩ উইকেট তুলে নিলেন ভিকি ওস্টওয়াল অধিনায়কোচিত ইনিংস অধিনায়কোচিত শতরান যশ ধূলের ফাইনালে সামনে ইংল্যান্ড ফাইনালে শনিবার সামনে ইংল্যান্ড ভারত তুলেছিল ২৯০ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া অল আউট ১৯৪ রানে নজির যশের বিরাট, উন্মুক্তের পর তৃতীয় ব্যাটার হিসেবে যুব বিশ্বকাপে সেঞ্চুরি