প্রথম দুই টেস্টে নাস্তানাবুদ হওয়ার পর তৃতীয় টেস্টে দুরন্তভাবে ফিরে এসেছে অস্ট্রেলিয়া বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্টে ভারতকে নয় উইকেটে পরাজিত করে অস্ট্রেলিয়া এই ম্যাচ জিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের পাকা করে ফেলেছেন অজিরা এই হারের ফলে কি ভারতের ফাইনালে পৌঁছনোর পথ খুব কঠিন হয়ে গেল? তৃতীয় টেস্ট জেতার ফলে অস্ট্রেলিয়ার পয়েন্ট প্রতি ম্যাচ দাঁড়াল ৬৮.৫২ এর ফলে এ বারের টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলের তালিকায় অজিদের শীর্ষস্থান নিশ্চিত আমদাবাদে সিরিজের ফাইনাল টেস্টের ফলাফল যাই হোক না কেন, অজিদের শীর্ষস্থান পাকা এবার চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় দল হিসাবে পৌঁছনোর লড়াইটা দুই পড়শি দেশ ভারত ও শ্রীলঙ্কার মধ্যেই ভারতের দখলে বর্তমানে ৬০.২৯ পয়েন্ট রয়েছে তবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের ফাইনালে খেলাটা এখনও পাকা নয়, শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে হবে টিম ইন্ডিয়াকে