এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারত, ৫ বছর পর ফের এশিয়া সেরা হল টিম ইন্ডিয়া



সব মিলিয়ে অষ্টমবারের জন্য এশিয়া কাপ জিতল ভারত



রবিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাটিং নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা



যশপ্রীত বুমরা শুরুতেই কুশল পেরেরাকে ফিরিয়ে শ্রীলঙ্কা শিবিরকে ধাক্কা দেন



তারপর সিরাজ় ম্যাজিক, তাঁর বোলিং পরিসংখ্যান ৭-১-২১-৬



হায়দরাবাদের পেসারের ধাক্কায় ধ্বংস শ্রীলঙ্কা, রেকর্ডের ছড়াছড়ি



এক ওভারে ৪ উইকেট নিলেন সিরাজ়, ৩ উইকেট নিলেন হার্দিক পাণ্ড্য



প্রথমে ব্যাট করে ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা



ওয়ান ডে ক্রিকেটে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর



মাত্র ৬.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত