একদিনের ক্রিকেটে ২০০ উইকেট নিয়ে ফেললেন রবীন্দ্র জাদেজা।

সপ্তম ভারতীয় বোলার হিসেবে যে কীর্তি গড়লেন তিনি।

অনিল কুম্বলে ও হরভজন সিংহ, ভারতের অপর এই দুই স্পিনারের ২০০-র বেশি উইকেট রয়েছে।

এছাড়া জাভাগাল শ্রীনাথ, অজিত আগারকার, জাহির খান ও কপিল দেব এই চার ভারতীয় পেসারের ঝুলিতে রয়েছে ২০০-র বেশি ওডিআই উইকেট।

কপিল দেবের পর ভারতের দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ২০০ উইকেট ও ২ হাজারের বেশি রান করার নজির গড়েছেন জাদেজা।

কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় অলরাউন্ডার হিসেবে যে কীর্তি গড়লেন জাদেজা। বিশ্বের ১৪ তম খেলোয়াড় হিসেবে এই কীর্তি।

৩৪ বছরের জাদেজার একদিনের ক্রিকেটে এক ম্যাচে সাতবার ৪ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি রয়েছে।

২০১৩ সালে ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৬ রানে ৫ উইকেট নেওয়া জাদেজার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেরা বোলিং।

ভারতের হয়ে ওডিআইয়ের পাশাপাশি ৬৭ টেস্টে খেলেছেন রবীন্দ্র জাদেজা। টেস্টে রয়েছে ২৭৫ উইকেট।

তিন ফর্মাটেই ভারতের ভরসাযোগ্য অলরাউন্ডার জাতীয় দলের জার্সিতে ৬৪ টি২০টতে ৫১ উইকেট নিয়েছেন।