আজকাল বিয়ে ভাঙার খবর চারিদিকে, ভারতেও তার ব্য়াতিক্রম নেই
ভারতে আটটি রাজ্য আছে, যেখানে ডিভোর্সের হার অনেক বেশি
তালিকায় কেরালা আছে, সেখানে শিক্ষিত মানুষদের মধ্য়েই ডিভোর্সের হার বেশি
দেশের অন্যতম উপভোগ্য জায়গা গোয়া, সেখানেও ডিভোর্সের হার বেশি
দ্রুত জীবনযাত্রা, আধুনিকতার ছোঁয়ায় মহারাষ্ট্রতেও সম্পর্কে ভাঙনের হার অনেক
কর্ণাটকের বেঙ্গালুরুতে বিশেষ করে ডিভোর্সের পরিমাণ অনেক বেশি
গত কয়েক বছর চেন্নাই, তামিলনাড়ুতে ডিভোর্সের সংখ্যা বেড়েছে
উত্তর প্রদেশের লখনউ রয়েছে এই তালিকায়
পশ্চিমবঙ্গে ডিভোর্সের শতকরা হার ৮.২০ শতাংশ