তরুণ পেসার অর্শদীপ সিংহ থাকছেন প্রথম একাদশে ওপেনিংয়ে নামবেন ঈশান কিষাণ অভিজ্ঞ লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল থাকছেন একাদশে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন হার্দিক পাণ্ড্য ব্যাটার -অলরাউন্ডার হিসেবে একাদশে সুযোগ মিলতে পারে দীপক হুডার তরুণ পেসার উমরান মালিক রয়েছেন। তাঁর দিকেও নজর থাকবে মিডল অর্ডারে দলের ভরসা সূর্যকুমার যাদব ওপেনিংয়ে ঈশান কিষাণের সঙ্গে নামবেন রুতুরাজ গায়কোয়াড ধারাবাহিকভাবে আইপিএলে পারফর্ম করা হর্ষল পটেল খেলতে পারেন একাদশে এই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য স্পিনার অলরাউন্ডার, লোয়ার অর্ডারে ব্যাটের হাতও ভাল অক্ষর পটেলের