দুর্ঘটনার শিকার ভারতীয় দলের উইকেটকিপার ঋষভ পন্থ

উত্তরাখণ্ডের রুরকির সমীপ মোড়ে ঋষভের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে

দুর্ঘটনার পর ঋষভের গাড়িতে আগুন পর্যন্ত লেগে যায়

পন্থকে দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে

কেটেছে কপাল, হাঁটুর লিগামেন্ট ছিঁড়েছে, আঘাত রয়েছে ডান কব্জিতে

তাঁর গোড়ালি, পায়ের পাতা এবং পিঠের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে

বিসিসিআইয়ের তরফে পন্থের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে

ঋষভের চিকিৎসদের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিসিআইয়ের মেডিক্যাল দল

তিনি যাতে মানসিকভাবেও দ্রুত সেরে উঠেন, সেই বিষয়ে তৎপর বোর্ড

পন্থ কবে মাঠে ফেরেন, এবার সেটাই দেখার