রেলস্টেশনে থাকতে হলে আর চিন্তা করতে হবে না। কম খরচে পাবেন ভাল হোটেলের মতো ঘর।

তবে সেই ক্ষেত্রে টিকিট বুকিং করতে হবে অন্যভাবে। জেনে নিন, সেই পদ্ধতি

ভারতীয় রেল যাত্রীদের আরামদায়ক যাত্রার জন্য বিভিন্ন সুবিধা দিয়ে থাকে।

উত্সব ও গ্রীষ্মের সময় বিশেষ ট্রেন চালিয়ে যাত্রীদের স্বস্তি দেয় রেল।

রেলের অনেক সুযোগ-সুবিধা সম্পর্কে যাত্রীরা সচেতন নন।

রেলস্টেশনে যাত্রীদের থাকার জন্য হোটেলের মতো ঘরের ব্যবস্থা করা হয়েছে।

এতে আপনি একটি এসি রুম পাবেন, ঘুমানোর জন্য একটি বিছানা পাবেন।

সেই ক্ষেত্রে ঘরে প্রয়োজনীয় সব জিনিস থাকবে। রাতে রুম বুক করার জন্য আপনাকে ১০০ টাকা থেকে ৭০০ টাকা দিতে হতে পারে।

প্রথমে আপনার IRCTC অ্যাকাউন্ট খুলে লগইন করুন ও মাই বুকিংয়ে যান

রিটায়ারিং রুম অপশনটি আপনার টিকিট বুকিংয়ের নীচে দেখতে পাবেন।এখানে ক্লিক করলেই রুম বুক করার অপশন দেখতে পাবেন