মানব সভ্যতাকে একলাফে অনেকটা এগিয়ে দিয়েছে শিল্প বিপ্লব।

সেই বিপ্লব যেগুলির উপর ভিত্তি করে হয়েছিল, তার অন্যতম প্রধান কয়লা।

বহু আগে থেকে মাটির তলা থেকে এই খনিজ পদার্থ তুলছে মানুষ।

সেই কয়লা শ্রমিকদের জন্যই ৪ মে পালিত হয়ে থাকে ইন্টারন্যাশনাল কোল মাইনার্স ডে।

বলিউডের কালাপাত্থর থেকে বাংলার হীরক হাজার দেশে-অনেক ফিল্মেই উঠে এসেছে কয়লা খনির পরিস্থিতি।

হাল-আমলে আধুনিক প্রযুক্তি এলেও এখনও নানা জায়গায় শ্রমিকরাই বিপদ মাথায় কয়লা তোলেন।

ভারতে এখনও মাঝেমাঝেই কয়লাখনিতে বিপর্যয়ের ঘটনা ঘটে। একই বিপদ ঘটে চিনেও।

ভারত অন্যতম বৃহৎ কয়লা উত্তোলনকারী। ভারতীয় অর্থনীতিতে খনিশিল্পের বড়সড় অবদান রয়েছে।