আজ ২৩ জুন আন্তর্জাতিক অলিম্পিক্স দিবস

১৮৯৪ সালে আজকের দিনেই আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রতিষ্ঠা হয়

অলিম্পিক্স কমিটির প্রথম সভাপতি হিসেবে ছিলেন দিমেত্রিওস ভাইকেলাস

১৯৪৭ সালের ডক্টর গ্রাস স্টকহোমে অলিম্পিক্স কমিটির ৪১ তম রিপোর্ট পেশ করেন

সেই রিপোর্টে একটি বিশেষ দিনটিতে অলিম্পিক্স দিবস হিসেবে পালিত করার প্রস্তাব দেওয়া হয়

১৯৪৮ সাল থেকেই ২৩ জুন দিনটিকে আন্তর্জাতিক অলিম্পিক্স দিবস হিসেবে পালিত করা হয়

গত বছর টোকিওতে বসেছিল অলিম্পিক্সের আসর

গত বছর এই টুর্নামেন্টের থিম ছিল সুস্থ থাকুন, সবল থাকুন

আন্তর্জাতিক অলিম্পিক্স দিবসের থিম হল বিশ্বজুড়ে শান্তি থাকে যেন

২০২৪ সালে প্যারিসে ২৬ জুলাই থেকে ১১ অগাস্ট পর্যন্ত বসবে অলিম্পিক্সের আসর