শরীরের ভর হাতের সামনের অংশে। কোমর থেকে নিচের পুরোটাই শূন্যে ভাসছে। ইনি করছেন কী? বৃশ্চিকাসন। যোগ-জগতের অন্যতম কঠিন আসন। দেখেই বুঝতে পারছেন তো? এই বৃশ্চিকাসন করেই গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন যশ মনসুখভাই মোরাডিয়া। ১-২ সেকেণ্ড নয়। একটানা ২৯ মিনিট ধরে আসনটি করে গিয়েছেন যশ। যশের তাক লাগানো সেই ভিডিও আপলোড হয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। আন্তর্জাতিক যোগদিবসে ভারতীয় যোগশিক্ষকের এই কীর্তি এখন ভাইরাল। আন্তর্জাতিক যোগদিবসে এবার আরও সক্রিয় বিশ্ব। টাইমস স্কোয়ারে গণ-যোগাভ্যাসের চর্চা হয় মঙ্গলবার। PTI তেল-আভিভেও একযোগে যোগাভ্যাস করেছেন অনেকে। তবে সব ছাপিয়ে শিরোনামে দুবাইবাসী ভারতীয়ের কীর্তি। অতীতের রেকর্ড ভেঙে এখন সত্য়িই যশস্বী যশ।