কবরের পর কবর খুঁড়ে চলেছেন, দেহ আসা বন্ধ হচ্ছে না ভূমিকম্পের পর এমনই অবস্থা দেশে, জানালেন আফগান মন্ত্রী ভূমিকম্পের পর একনাগাড়ে বৃষ্টি, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু মানুষ কমপক্ষে ১০০০ মানুষের মৃত্যু, আহত ৬০০-র বেশি মানুষ মৃত্যুসংখ্যা আরও বাড়তে পারে, আশঙ্কা তালিবান নেতৃত্বের মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা নাগাদ, কেঁপে ওঠে আফগানিস্তান গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন বাসিন্দারা, বাড়ি থেকে বেরোতেই পারেননি বহু দীর্ঘকালীন যুদ্ধের ক্ষত দগদগে, তার উপর প্রকৃতির রোষ উদ্ধারকার্যের পর্যাপ্ত সরঞ্জাম নেই, হাতেগোনা কয়েকটি বিমান ও কপ্টার স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে, এগিয়ে আসতে অনুরোধ তালিবানের গায়ান গ্রামটি পুরো ধূলিসাৎ, ৫০০ কিলোমিটার জুড়ে কম্পন কম্পন অনুভূত ভারত-পাকিস্তানেও, তবে হতাহতের খবর নেই