রাত পোহালেই নতুন ধারাবাহিক শুরু। মোবাইল আর ই-মেলের জুগে এই গল্প 'চিঠি'-র গল্পের নায়িকার জীবিকা পিওন-এর। মানুষের কাছে 'চিঠি' পৌঁছে দেয় সে মধ্যবিত্ত হাসিখুশি 'চিঠি' প্রেমে পড়ে এক তারকার। সাহেব। গল্পের নায়িকার নাম 'চিঠি'। আর নায়ক সাহেবের জীবনে তারকাসুলভ আলোর আড়ালে লুকিয়ে এক অন্ধকার! ধারাবাহিক 'সাহেবের চিঠি' -তে ছোটপর্দায় জুটি বাঁধছেন প্রতীক সেন এবং দেবচন্দ্রিমা সিংহ রায়। এই ধারাবাহিকের গল্পে প্রতীকের চরিত্রের নাম সাহেব । আর দেবচন্দ্রিমাকে দেখা যাবে চিঠির ভূমিকায় । চিঠি একজন পিওন । চিঠি বিলির উপার্জনেই সংসার চালায় সে । চিঠির চরিত্র একটি ছটফটে মেয়ের। সবার সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসে সে সাহেব খ্যাতনামা একজন নায়ক, গায়ক এবং খেলোয়াড় । বাইরে আসতে না চাওয়ার একমাত্র কারণ কী পা না থাকা? একটি চিঠি নিয়ে সাহেবের জন্মদিনের দিন চিঠি পৌঁছে যায় তাঁর ঘরে। তারকা সাহেবকে সে কার্যত জোড়াজুড়ি করে অনুরাগীদের সামনে যাওয়ার জন্য