তিনি কখনোই যেন বড় হতে চান না, এখনও জন্মদিন নিয়ে তাঁর উচ্ছাস উদ্দীপনা ছোটদের মতোই। আজ টলিউডের সেই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন। ঋতাভরী চক্রবর্তী। জন্মদিনের শুরুটা হয়েছে ঋতাভরীর স্কুলের (দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ অ্যান্ড ডাম) এর খুদেদের সঙ্গে কেক কেটে। একরত্তিদের সঙ্গে যে কোনও অনুষ্ঠানেই সময় কাটান ঋতাভরী, সে পুজো হোক বা যে কারও জন্মদিন। ঋতাভরী জানালেন, তাঁর মায়ের কাছে হাতের কাজ শিখে কয়েকজন খুদে তাঁর জন্য উপহার বানিয়ে এনেছিল। সোশ্যাল মিডিয়ায় ছোটদের সঙ্গে সময় কাটানোর খুশির ছবি শেয়ার করে নিয়েছেন ঋতাভরী। ঋতাভরী জানালেন, রাতে বাড়িতে ঘরোয়া পার্টির আয়োজন আছে। মুম্বই থেকে হাজির হয়েছে ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা, এমনকি বিদেশ থেকে কিছু বন্ধুও হাজির হয়েছে। ঋতাভরী বলছেন, 'আমার জন্ম ৯০-এর দশকে। তাই এবারের পার্টির থিমও নব্বই এর দশকের মতোই।' স্টাইল স্টেটমেন্ট? ঋতাভরী বলছেন, 'প্রতিবছর জন্মদিনে আমার স্টাইলিস্ট স্যান্ডি যা বানিয়ে দেয়, সেই পোশাকই পরি আমি।'