আইফোন ১৪ সিরিজ নিয়ে অনেকদিন ধরেই হইচই চলছে। সম্ভবত চলতি বছর সেপ্টেম্বর মাসে আইফোন ১৪ সিরিজ লঞ্চ হতে চলেছে। শোনা গিয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর অ্যাপেলের ইভেন্টে আইফোন ১৪ সিরিজ লঞ্চ হতে পারে। এই আইফোন সিরিজের মোট চারটি ফোন লঞ্চের কথা শোনা গিয়েছে। আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স লঞ্চ হতে পারে। এর মধ্যে আইফোন ১৪ প্রো মডেলের সম্ভাব্য স্টোরেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আগে শোনা গিয়েছিল এই ফোনে ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। তবে এবার শোনা যাচ্ছে, আইফোন ১৩ প্রো মডেলের মতো আইফোন ১৪ প্রো মডেলেও সম্ভবত ১২৮ জিবি স্টোরেজই থাকবে। আইফোন ১৪ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স মডেলে বায়োনিক এ১৬ চিপসেট থাকার কথা শোনা গিয়েছে। আইফোন ১৪ সিরিজের চারটি মডেলেই ৬ জিবি র্যাটম থাকতে পারে বলে শোনা গিয়েছে।