ইশান কিষাণ মুম্বইয়ের হয়ে খেলে গত মরসুমে ১০ ম্যাচে ২৪১ রান কর্নাটকের দেবদত্ত পাডিক্কাল আরসিবির হয়ে গত মরসুমে ১৪ ম্যাচে ৪১১ রান অলরাউন্ডার রিয়ান পরাগ রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন রুতুরাজ গায়কোয়াড চেন্নাইয়ের ওপেনার হিসেবে গত মরসুমে ১৬ ম্যাচে ৬৩৫ রান বিষ্ণোইয়ের ঘূর্নি পঞ্জাবের জার্সিতে ২৩ ম্যাচে ২৪ উইকেটের মালিক তামিলনাড়ুর শাহরুখ খান পিঞ্চহিটার, লোয়ার অর্ডারে ঝড় তুলতে ওস্তাদ তরুণ রাহুল চাহার মুম্বইয়ের জার্সিতে ৪২ ম্যাচে ৪৩ উইকেট জম্মু কাশ্মীরের আব্দুল সামাদ সানরাইজার্সের হয়ে লোয়ার অর্ডারে নেমে নজর কেড়েছেন মধ্যপ্রদেশের ভেঙ্কটেশ আইয়ার নাইটদের হয়ে গত মরসুমে ১০ ম্যাচে ৩৭০ রান ঝোড়াে পৃথ্বী শ দিল্লি ক্যাপিটালসের ওপেনারের গত মরসুমে ১৫ ম্যাচে ৪৭৯ রান ঝুলিতে