৮ ম্যাচে ১৮ উইকেট, ইকনমি মাত্র ৭.০৯, আইপিএলে পার্পল ক্যাপ জেতার দৌড়ে সকলের আগে লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল পার্পল ক্যাপের দৌড়ে দু'নম্বরেও স্পিনার, কুলদীপ যাদব, ৮ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট ৮ ম্যাচে ১৫ উইকেট, গতির আগুনে চলতি আইপিএলে ব্যাটারদের রাতের ঘুম কেড়েছেন পেসার উমরন মালিক ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তালিকায় চার নম্বরে হায়দরাবাদের পেসার টি নটরাজন ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জেতার দৌড়ে রয়েছেন উমেশ যাদবও ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সেরা বোলার হওয়ার দৌড়ে ৬ নম্বরে সিএসকে-র ডোয়েন ব্র্যাভো ৮ ম্য়াচে ১৩ উইকেট, দুরন্ত ছন্দে গুজরাত টাইটান্সের পেসার মহম্মদ শামি ৯ ম্যাচে ১৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জেতার দৌড়ে রয়েছেন আরসিবির ওয়ানিন্দু হাসারাঙ্গা ৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জেতার দৌড়ে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের পেসার খলিল আমেদ ৭ ম্যাচে ১১ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জেতার দৌড়ে দশ নম্বরে লখনউ সুপারজায়ান্টসের আবেশ খান