আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন জস বাটলার, চারটে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি

শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধেও ঝোড়ো শতরান হাঁকিয়েছেন বাটলার

গুজরাতের বিরুদ্ধে বিধ্বংসী বাটলারকে ফের দেখতে পাওয়া যাবে, এমনই আশায় সমর্থকরা

কিন্তু টি-টোয়েন্টিতে কেন এতটা বিধ্বংসী ব্যাটার বাটলার?

প্রথম থেকেই আক্রমণে না গিয়ে ধীরে ধীরে ইনিংস সাজানোর চেষ্টা করেন বাটলার

ব্যাট-বলের কানেকশন দারুণ বাটলারের, তাই মাঠের বাইরে খুব সহজেই বল ফেলতে পারেন

পাওয়ার প্লে-তে বল নতুন থাকে, শক্ত থাকে, সেই সময় বেশ আক্রমণাত্মক থাকেন বাটলার

সব বলে চালিয়ে খেলেন না, প্রতিপক্ষের সেরা বোলারকে সম্মান দিতেও জানেন বাটলার

এবারের আইপিএলে আটশোর ওপর রান করে ফেলেছেন ইংল্যান্ডের এই ব্য়াটার

আজ ফাইনালে রশিদ খানের সামনে কতটা বিধ্বংসী হন বাটলার, তা দেখার