চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয় রিয়াল মাদ্রিদের, এই নিয়ে ১৪ বার ম্যানেজার হিসেবে চতুর্থবার ইউরোপ সেরা কার্লো আনসেলোত্তি, রিয়ালের হয়ে দ্বিতীয় রিয়ালের জার্সিতে পাঁচবার খেতাব জয় ক্রুস, ক্যাসেমিরো, মদ্রিচদের ১৫টি গোল করে টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতা করিম বেঞ্জেমা ম্যাচ শেষে হতাশ সালাহ, উল্লাস রদ্রিগোদের গোটা ম্য়াচে দুর্দান্ত লড়েও হারতে হল ক্লপের ছেলেদের ভিনিসিয়াস জুনিয়রের গোলে ম্যাচ জয় রিয়ালের রিয়ালের জার্সিতে হয়ত শেষবার ইউরোপ সেরা হয়ে গেলেন মার্সেলাে গোটা ম্যাচে অনবদ্য থিবো কুর্তোয়া, তেকাঠির নিচে রিয়ালের পরিত্রাতা ছিলেন তিনি ২০১৮ সালের পর ২০২২, ফের খেতাব জয় রিয়ালের