লখনউয়ে ৬২ রানে হারিয়ে প্লে অফে গুজরাত টাইটান্স ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন আবেশ খান গুজরাতের হয়ে অপরাজিত অর্ধশতরান গিলের, সঙ্গ দিলেন মিলার ৪৯ বলে ৬৩ রানের ইনিংস খেলেন গিল, হাঁকালেন ৭টি বাউন্ডারি দারুণ বোলিং লখনউয়ের, ১৪৪-এ আটকে গিয়েছিল গুজরাতের ইনিংস পরপর ২ উইকেট তুলে লখনউয়ের ব্যাটিংয়ে প্রথম ধাক্কা দেন ইয়াস দয়াল ৩ ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে ১ উইকেট তুলে নিলেন মহম্মদ শামি এরপরই রশিদ খানের ঘূর্ণিঝড়, একাই নিলেন ৪ উইকেট প্রথমবার আইপিএল খেলতে নেমেই প্লে অফে হার্দিকের দল প্রথম আইপিএল ম্যাচে ২ ওভার বল করে ৭ রান দিয়ে ২ উইকেট সাই কিশোরের