এখনও পর্যন্ত ২ টো অর্ধশতরান বাটলারের ঝুলিতে, সর্বাধিক রানের তালিকায়ও প্রথমে রানের বিচারে তৃতীয় হার্দিকের ঝুলিতেও ২ টো অর্ধশতরান রানের বিচারে চতুর্থ ডি ককের ঝুলিতেও ২ টো অর্ধশতরান সিএসকের জার্সিতে ধারাবাহিক পারফর্মার শিভম দুবের ঝুলিতেও ২ টো হাফ সেঞ্চুরি মুম্বইয়ের সূর্যকুমার যাদবের ঝুলিতেও ২ টো অর্ধশতরান গুজরাত টাইটান্সের শুভমন গিলের ঝুলিতেও দুটো অর্ধশতরান রানের বিচারে একাদশ স্থানে থাকা উথাপ্পা ২ টো অর্ধশতরান হাঁকিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনার ঈশান কিষাণ ২ টো অর্ধশতরানের মালিক দিল্লির পৃথ্বী শ ২ টাে অর্ধশতরানের মালিক লখনউ সুপারজায়ান্টসের দীপক হুডার ঝুলিতেও রয়েছে ২ টো অর্ধশতরান