আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে ক্রিস গেলের। ১৪২ ম্যাচ খেলে ৬টি সেঞ্চুরি করেছেন তিনি

তালিকায় দুই নম্বরে বিরাট কোহলি, ৫টি সেঞ্চুরি রয়েছে, আর একটি সেঞ্চুরি করলেই ধরে ফেলবেন গেলকে

আইপিএলে ১৫০ ম্যাচে ৪টি সেঞ্চুরি রয়েছে ডেভিড ওয়ার্নারের। তালিকায় তিন নম্বরে তিনি।

আইপিএলে সেঞ্চুরির তালিকায় চার নম্বরে রয়েছেন শেন ওয়াটসন। ১৪৫ আইপিএল ম্যাচে ৪টি সেঞ্চুরি রয়েছে।

এ বি ডিভিলিয়ার্সের আইপিএলে ১৮৪ ম্যাচে তিনটি সেঞ্চুরি রয়েছে।

তালিকায় ছ'নম্বরে সঞ্জু স্যামসন। ১২১ ম্যাচে তিনটি সেঞ্চরি রয়েছে তাঁর।

এবার খেলছেন পাঞ্জাব কিংসে। ১৯২ ম্যাচে দুটি সেঞ্চুরি রয়েছে শিখর ধবনের।

চলতি আইপিএলে প্রথম ম্যাচে কেকেআরের সর্বোচ্চ স্কোরার, আইপিএলে দুটি সেঞ্চুরি রয়েছে অজিঙ্ক রাহানের।

তালিকায় ন'নম্বরে কে এল রাহুল। ৯৪ ম্যাচ খেলে আইপিএলে দুটি সেঞ্চুরি করেছেন।

অমর হয়ে রয়েছে প্রথম আইপিএলের প্রথম ম্যাচে তাঁর সেই বিস্ফোরক ইনিংস। আইপিএলে দুটি সেঞ্চুরি রয়েছে ব্রেন্ডন ম্যাকালামের।