পর্দার নন, ইনি বাইশ গজের শাহরুখ খান, ৯ কোটি টাকায় কিনেছে পাঞ্জাব, বিগহিটার, আইপিএলে স্ট্রাইক রেট ১৩৪.২১ অর্শদীপ সিংহ, গত আইপিএলে নেন ১৮ উইকেট, ডেথ ওভারে ৮০ বলে নিয়েছিলেন ৮ উইকেট, এবারও পাঞ্জাবের সম্পদ উইকেটকিপার শেলডন জ্যাকসন, গত সৈয়দ মুস্তাক আলিতে ১১ ম্যাচে প্রায় দেড়শো স্ট্রাইক রেট রেখে ৫১৩ রান করেছিলেন, কেকেআরের ভরসা বয়স মাত্র ১৯, তিলক বর্মার ব্যাটিং দক্ষতায় মুগ্ধ কিংবদন্তি জয়বর্ধনেও, তিন বা চারে নামেন, মুম্বইয়ের হয়ে চমক দিতে তৈরি অনুজ রাওয়াতের টি-টোয়েন্টিতে ২২ ইনিংসে রয়েছে ৫০১ রান, স্পিন বোলিং, উইকেটকিপিংও পারেন, ৩.৪০ কোটিতে কিনেছে আরসিবি কর্নাটকের হয়ে ব্যাট হাতে সৈয়দ মুস্তাক আলিতে দারুণ রেকর্ড অভিনব মনোহরের, ২.৬ কোটিতে কিনেছে গুজরাত টাইটান্স ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রাজবর্ধন হাঙ্গরগেকর, ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারেন, বিগহিটার, খেলবেন চেন্নাইয়ে সাড়ে ৬ কোটি টাকায় কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ, প্রায় দেড়শো স্ট্রাইক রেট, বাঁহাতি স্পিনও করেন অভিষেক শর্মা বাঁহাতি স্পিনার আর সাই কিশোরকে কিনেছে গুজরাত, টি-টোয়েন্টি ক্রিকেটে ওভার প্রতি মাত্র ৫.৪৬ রান খরচ করেছেন গত আইপিএলে উমরন মালিকের বলের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৫২.৯৫ কিলোমিটার, হায়দরাবাদের জার্সিতে বিপক্ষকে ছারখার করতে প্রস্তুত